Sunday, April 9, 2017

নিজেই করুন কানাডার স্টুডেন্ট ভিসা

কানাডায় বর্তমানে ছাত্রদের জন্য বেশ ভালো সুবিধা দেয়া হচ্ছে। এই কারনে সেখানে যাওয়ার জন্য ছাত্রদের লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে।কানাডায় যাওয়া সবসময় কঠিন ছিলো। কয়েকটি কারনে কানাডাতে সব ধরনের ভিসা পেতে বেশ দেরি হতো। যেমন আপনি বাংলাদেশে যদি ভিসার জন্য আবেদন করতেন সেই আবেদন পাঠানো হতো সিঙ্গাপুরে অবস্থিত কনসুলেটে। কনসুলেট সেই আবেদন পাঠাতো কানাডাতে। এভাবে কেটে যেতে মাসের পর মাস। বর্তমানে সিঙ্গাপুর থেকেই ভিসা ডিসিশন নেয়া হচ্ছে তাই বেশ অল্প সময়েই ডিসিশন পেয়ে যাচ্ছে ছাত্র ছাত্রী আর ইমিগ্রেশন প্রার্থীরা। আগে যেখানে একজন স্টুডেন্ট চার থেকে পাঁচ মাস অপেক্ষা করতো সেখানে দেড় মাস সময়ের মধ্যেই একটি সিদ্ধান্ত পেয়ে যেতে পারে।
অন্যদের চেয়ে আলাদা স্টাইলে কাজ করি আমরা। আগে যেখানে আমরা বলতে কানাডায় কাজ করতেই চাইতামনা, এখন আমরা আমাদের সাথে সংশিষ্ট ছাত্রছাত্রীদের ফোন দিয়ে আসতে বলেছি এবং তাদেরকে সুজোগ সুবিধাগুলো জানাচ্ছি। বর্তমানে আমরা কনট্রাকট বেসিসে কাজ করছি কানাডার ব্যপারে। ছাত্র ছাত্রীদের যদি IELTS এ 5.5 থাকে তবে আমরা  সব কাজ করবো PAYMENT AFTER VISA বেসিসে। ভিসার পরে আমাদের দিতে হবে ১৩ লাখ টাকা। এই টাকা ভিসা পাওয়া পর্যন্ত সব খরচ এবং এক বছরের কানাডিয়ান ইউনিভার্সিটির পড়াশোনার খরচ। এর মধ্যে বিমান ভাড়া অন্তর্ভুক্ত নেই। যদি আপনার IELTS এ 5.5 থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৭৭২৩৬৯৪৫১ নাম্বারে।

0 comments:

Post a Comment

Total Pageviews

ইংরেজী অফার

ভিসা অফার

Popular Posts

Recent Posts

Powered by Blogger.

Search This Blog

Definition List

Theme Support

Ordered List